লর্ডস টেস্টে ইংলিশ ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত কথা বিনিময়ের বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনাটা শুরু হয় ইংল্যান্ডের প্রথম ইনিংসে যশপ্রীত বুমরা জিমি অ্যান্ডারসনকে একাধিক বাউন্সার দিলে। ব্যাপারটি মেনে নিতে পারেননি ইংলিশ ক্রিকেটাররা। সেই প্রতিশোধ ইংল্যান্ডের ক্রিকেটাররা, বিশেষ করে অ্যান্ডারসন নেন ভারতের দ্বিতীয় ইনিংসে বুমরা যখন ব্যাটিংয়ে নামেন। অ্যান্ডারসন একই ভাবে বুমরাকে দিয়ে যেতে থাকেন একের এক বাউন্সার। ব্যাপারটি যতটা না ইংল্যান্ডকে সুবিধা দিয়েছে, তার চেয়ে ক্ষতিই করেছে বেশি। জস বাটলারও বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ওলি রবিনসনের। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন কোহলির উদ্যাপনগুলোও যে ইংলিশদের ভালো লাগার কথা নয়, সেটা বলাই বাহুল্য।
কম্পটন অবশ্য এ টুইট করে কিছুটা বিতর্কই তৈরি করেছেন। কেউ কেউ কম্পটনের কথায় সায় দিলেই বেশির ভাগই তাঁর সমালোচনা করছেন। তাঁরা বলছেন, কম্পটন মাঠের ঘটনাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি আট বছর আগে মাঠের ঘটনাকে মনের মধ্যে পুষে রেখে ঠিক কাজ করছেন না।
বিএসডি/আইপি