বাংলাদেশের অন্যতম রিক্রুইটিং এজেন্সী ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লি: (আর এল নং- ০৫৪৯) এর উদ্যোগে ৫০ জন দক্ষ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া প্রেরন করা হয়েছে। গত (বৃহস্পতিবার) এ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৫০ জন মালয়েশিয়াগামী কর্মীকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারী দিবাগত রাতে এইচ এম ১৯৭ ফ্লাইট যোগে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা করেছে। এ নিয়ে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লি: পাঁচ ভাগে মোট ২৩৫ জন কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া প্রেরন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, যে সকল কর্মী বিদেশে (মালয়েশিয়া) কর্মী হিসেবে যাচ্ছে তারা আমাদের দেশের এক একজন এম্বাসেডর, তিনি দেশের ভাবমূর্তি রক্ষার্থে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে কোম্পানীর উন্নতির জন্য নিরলস কাজ করার জন্য কর্মীদের আহবান জানান। এছাড়া রানওয়ে না করার অনুরোধ করেন।
মন্ত্রী স্বয়ং কর্মীদের সিলেকশন পদ্ধতি, বিনা টাকায় পাঠাচ্ছে কিনা, কোন কোম্পানীতে কি কাজে পাঠানো হচ্ছে, নানা বিষয়ে প্রশ্ন করে বিশদ তথ্য জেনে নিশ্চিত হন। পরবর্তীতে ক্যাথারসিস এরকম মহতী উদ্যোগের জন্য সকলকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে আহ্বান করেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন বলেন, বেসরকারীভাবে এ রকমের উদ্যোগ এ সেক্টরকে সমৃদ্ধ করবে। তিনি আরো বলেন, কোন কর্মীর নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠান ও কর্মী উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বিদেশে কর্মী প্রেরনের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান ।
এ ব্যাপারে বিএমইটি’র মহাপরিচালক ক্যাথারসিসকে এ ধরনের উদ্যোগ গ্রহনে স্মীকৃতি সনদ দেওয়ার জন্য মন্ত্রনালয়কে প্রস্তাব করেন। তিনি বলেন এতে করে দেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সীগুলো বিনা খরচে কর্মী প্রেরনে উৎসাহিত হবেন। এছাড়া অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সচেষ্ট হবেন।
এ প্রসঙ্গে, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লি: এর পরিচালক জামাল এ জাইদ বলেন- ইত:পূর্বে চার ব্যাচে যে সকল কর্মী বিনা খরচে মালয়েশিয়া পাঠানো হয়েছে সকলে সময়মত কাজ পেয়েছে এবং কেউ কেউ বেতন পেয়ে বৈধ উপায়ে দেশে টাকাও পাঠিয়েছেন। আমাদের (ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লি:) বিনা খরচে কর্মী প্রেরণে এ পক্রিয়া চলমান থাকবে।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটি কর্তৃক স্বল্প ব্যয়ে ও বিনা খরচে কর্মী প্রেরণে কর্মসূচীর বাস্তবায়নে ক্যাথারসিস ইন্টারন্যাশনাল (আরএল-০৫৪৯) এর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দীর্ঘদিন যাবত প্রচেষ্টার ফসল হিসেবে ইত:পূর্বে বিগত ২৯ জুন ২০ জন, ২৭ আগষ্ট ৩১ জন, ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ ৬৫ জন এবং ১৫ ফেব্রুয়ারী ৬৯ জন কর্মী প্রেরনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত আছে। বর্তমান পর্যায়ে এই ৫ম ব্যাচটি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নিজস্ব উদ্যোগে Nationgate Solutions (M) Sdn. Bhd. কোম্পানীতে এ সকল কর্মীদের সম্পূর্ণ বিনা খরচে প্রেরণ করার ব্যবস্থা করেছে। কুয়ালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়োগকারী কোম্পানী: Nationgate Solutions (M) Sdn. Bhd. এর কর্মকর্তাগণ তাদেরকে গ্রহন করবেন।
বিএসডি / এলএম