ক্রীড়া ডেস্ক
হঠাৎ করেই এলো খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের দেওয়া স্ট্যাটাসেই শুরু জল্পনার। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আকরাম খান।
মূলত পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, জানা গেছে এমনটি। গত কয়েকদিন ধরেই অস্বস্তি বোঝা যাচ্ছিল আকরাম খানের। শেষ পর্যন্ত তার স্ত্রী স্বীকার করে নিলেন পরিবারের কারণে দায়িত্ব ছাড়ছেন ক্রিকেট অপারেশন্সের।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরে দাঁড়ালেও বিসিবিতে থাকবেন আকরাম। সেক্ষেত্রে অন্য কোনো কমিটির দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই ক্রিকেটারকে। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মত বিসিবির পরিচালক নির্বাচিত হন আকরাম। তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে দেখা যায় তাকে।
কিন্তু গত কিছুদিন ধরেই এই কাজটা ঠিকঠাক উপভোগ করতে পারছিলেন না তিনি। সমালোচনার তোপেও ছিলেন। এ অবস্থায় সরে যাওয়াটাই যৌক্তিক মনে করছেন। আকরামের স্ত্রী সাবরিনা আকরাম এনিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’
যদিও আকরাম এবং বিসিবির কেউই এনিয়ে এখনো কোন মন্তব্য করেনি।
সূত্র: ঢাকা পোস্ট
এসএ