নিজস্ব প্রতিবেদক:
যেসব পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে, সেগুলো পরিদর্শনে যাবে বিএনপি। এজন্য দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটো দ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইন্টারনেটসহ ডিজিটাল সব মাধ্যম নিয়ন্ত্রণ করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সরকার ক্ষমতার অপপ্রয়োগ চালাচ্ছে বলে এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘সভায় জনগণের মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়। এই বিষয়ে পরবর্তীতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।’