ক্রীড়া ডেস্ক,
সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে হতে চলা আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি স্থগিত করা হয়েছে। চলতি মাসে আফগান সরকারের ক্ষমতা তালেবানরা নিজেদের দখলে নেয়ার পর এমন সিদ্ধান্ত এলো।
দীর্ঘ ২০ বছর পর যুদ্ধবিধস্ত দেশটিতে তালেবানের উত্থানের পর এটিই ছিল মোহাম্মদ নবী-রশিদ খানদের প্রথম সিরিজ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আয়োজক হলেও আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ম্যাচ বসার কথা ছিল শ্রীলঙ্কায়। সরকার ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটির রাজধানী কাবুল থেকে কোনও বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে যাচ্ছে না। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার থেকে আগামী ১০ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেয়া হয়। ধারণা করা হচ্ছে লকডাউন বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আফগান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এসিবি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে এই সিরিজটি আয়োজন করা হবে।
এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুরুতে সিরিজটি পাকিস্তানে খেলার জন্য আমরা অনুরোধ করি। পিসিবিও রাজি হয়ে যায়। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে পরিস্থিতি বিবেচনা করে, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়টি মাথায় রেখে শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত এসেছে। ম্যাচ খেলার আগে আমাদের ক্যাম্প করে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ারও একটি বিষয় রয়েছে।’
শ্রীলঙ্কার হাম্বানটোটায় আগামী ১, ৩ ও ৫ সেপ্টেম্বর ম্যাচ তিনটি খেলার কথা ছিল। তবে তড়িঘড়ি করে ম্যাচগুলো পাকিস্তানের আয়োজনের সিদ্ধান্ত নিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসা হয়।
হামিদ শিনওয়ারি আরও বলেন, ‘শ্রীলঙ্কার মাঠে খেলার পরিকল্পনা সাজিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তবে ঘরের মাঠে পাকিস্তান বেশ শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে প্রস্তুতি ছাড়া খেলা বেশ কঠিন হবে আমাদের জন্য। তাই শেষ পর্যন্ত স্থগিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।’
এদিকে তালেবানরা ক্ষমতায় আসার পর ঘোষণা দেয়া হয় ক্রিকেটকে এগিয়ে নেয়ার। এমন সিদ্ধান্ত শুনে দেশটির ক্রিকেটাররাও বেশ আশাবাদী ছিল। এমনকি কাবুলের মাঠে অনুশীলন করতেও দেখা যায় জাতীয় ক্রিকেটারদের।
অন্যদিকে তালেবানদের অন্যতম শীর্ষ নেতা আনাস হাক্কানি আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হাসমত উল্লাহ শহীদির সঙ্গে সাক্ষাতও করেন। সেখানে স্পষ্ট জানিয়ে দেন ক্রিকেটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।
এর আগে এসিবির প্রধান পদে রদবদলও করে তালেবানরা। চেয়ারম্যান পদে আবারও দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে আজিজউল্লাহ ফজলিকে। ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
বিএসডি/এএ