নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে ভেসে উঠা তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৯ অক্টোবর) দুপুরে ওই তিন শিশু উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বীরকান্দা ঘাটে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তারা ডুবে যায়। পরে রাতে তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
নিহত শিশুরা হলো বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের মৃত ফারুখ মিয়া মেয়ে হালিমা আক্তার (১০), আবুল কাশেমের মেয়ে ঝুমা আক্তার (১০) ও কাউছার মিয়ার মেয়ে শিবা আক্তার (১১)। তারা প্রতিবেশী এবং একই শ্রেণীর শিক্ষার্থী সেই সুবাদে বান্ধবীও বটে।
পুলিশ ও স্হানীয়রা জানায় , ঘটনার দিন দুপুরে বৃষ্টির মধ্যে হালিমা, ঝুমা ও শিবা তারা তিন জনে বীরকান্দা ঘাটে গোসল করতে আড়িয়াল খাঁ নদে নামে। গোসলের এক পর্যায়ে তারা তিনজনেই পানিতে ডুবে যায়।
এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলে নদের পানিতে ডুবে যাওয়া ওই তিন শিশু বাড়ি ফিরে না আসায় তাদের স্বজনরা খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বীরকান্দা ঘাট এলাকায় শিশু হালিমা মরদেহ দেখতে পায় এবং তারা পুলিশে খবর দেয়।পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
হালিমার মরদেহ উদ্ধারের পর অপর দুই শিশু ঝুমা ও শিবার স্বজনরা দিশেহারা হয়ে পড়ে । এর পর রাতে বীরকান্দা ঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে অপর দুজনের মরদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে পুলিশ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ ঘটনার সত্যতা নি্শ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/এফএ