নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোডে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ১০টি সিএনজি অটোরিকশা আটক করে ডাম্পিং করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খাজা রোডে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে গ্রামের নামে রেজিস্ট্রেশন করা সিএনজি রাখা হতো। এতে এলাকাটিতে সব সময় যানজট লেগে থাকতো। আগেও কয়েকবার তাদের সরিয়ে দেওয়া হয়। তারা আবার ফিরে এসেছে।
আজ স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ ১০টি সিএনজি আটক করে ডাম্পিং করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাজা রোডের এই জায়গাটিতে স্থানীয় কয়েকজনের ছত্রছায়ায় গ্রামের সিএনজি রাখার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছিল। এছাড়াও পুলিশকে ম্যানেজ করে গ্রামের রেজিস্ট্রেশন করা সিএনজি নগরীতে চলাচলেরও অভিযোগ আছে।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. জয়নুল আবেদীনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনসহ অভিযানকালে ট্রাফিক পুলিশরা উপস্থিত ছিলেন।
বিএসডি /আইপি