ধর্ম ডেস্ক
খাবার মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি নেয়ামত; যা ভক্ষণের ফলে দেহের ক্ষুধা নিবারণ হয়। খাবার গ্রহণে প্রিয়নবি রসুলুল্লাহ (স.)-এর কিছু আদর্শ ও সুন্নাত রয়েছে, যেগুলো মানুষের জন্য অনুসরণযোগ্য এবং দুনিয়া ও আখেরাতে সফলতা ও কামিয়াবির পাথেয়।
খাবার গ্রহণে রসুল (স.)-এর সুন্নত:
১. খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা—(বুখারি, হাদিস নম্বর : ৫১৬৭, তিরমিজি, হাদিস নম্বর : ১৯১৩)
২. বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করণীয়—হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রসুল (স.) বলেছেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো। আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও, তাহলে বলো, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ও আখিরাহ। (আবু দাউদ হাদিস নম্বর : ৩৭৬৭ তিরমিজি হাদিস নম্বর :১৮৫৮)
৩. হাত ধুয়ে খাওয়া শুরু ও শেষ করা—(মুসনাদে আহমাদ ও ইবনে মাজাহ)
৪. দস্তরখানা বিছিয়ে খাওয়া—(বোখারি হাদিস নম্বর :৫৩৮৬)
৫. ডান হাত দিয়ে খাওয়া—(বুখারি, হাদিস নম্বর : ৫৩৭৬; মুসলিম, হাদিস নম্বর : ২০২২)
৬. খাবারে ফুঁ না দেওয়া—(ইবনে মাজাহ, হাদিস নম্বর : ৩৪১৩)
৭. হাত চেটে খাওয়া—(বুখারি, হাদিস নম্বর : ৫২৪৫)
৮. আঙুল চেটে খাওয়া—(ইবনে মাজাহ, হাদিস নম্বর : ১৯১৪)
৯. পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া—(তিরমিজি, হাদিস নম্বর :১৯১৫; ইবনে মাজাহ, হাদিস নম্বর :৩৪০৩)
১০. হেলান দিয়ে না খাওয়া—(বুখারি হাদিস নম্বর :৫১৯০, তিরমিজি হাদিস নম্বর : ১৯৮৬)
১১. খাবারের দোষত্রুটি না ধরা—(বুখারি, হাদিস নম্বর :৫১৯৮; ইবনে মাজাহ, হাদিস নম্বর :৩৩৮২)
১২. খাবারের শেষে দোয়া পড়া—হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন রসুল (স.) খাবার শেষ করে বলতেন, ‘আলহামদুলিল্লাহি হামদান কাসিরান ত্বয়্যিবান মুবারাকান ফিহি, গায়রা মাকফিইন, ওলা মুয়াদ্দায়িন ওয়ালা মুসতাগনা আনহু রাব্বানা।’ তিনি কখনো এই দোয়াও পড়তেন :‘আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়াছাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন। (বুখারি, হাদিস নম্বর :৫৪৫৮)
আল্লাহ তায়ালা আমাদেরকে খাবার গ্রহণে রসুল (স.)-এর উক্ত সুন্নাতগুলো পালন করার তাওফিক দান করুন। আমিন।
লেখক: শিক্ষার্থী, মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা
বিএসডি/এসএ