আড়াই মাসের বেশি সময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন তিন চিকিৎসক। গতকাল রাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসেছেন তাদের দুই জন।
আজ (বৃহস্পতিবার) দেশে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গেও বিদেশি চিকিৎসকদের বৈঠক করার কথা রয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘গতকাল রাতে ম্যাডামকে দেখে এসেছেন তার চিকিৎসায় বিদেশ থেকে আসা দুইজন বিদেশি চিকিৎসক। তারা রাত ২টার একটু আগে হাসপাতাল থেকে বেরিয়ে যান।’
তিনি আরও বলেন, আজ বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তারপর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করবেন তারা।
জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনজন বিদেশি চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
বিএসডি / এলএম