খুলনা প্রতিনিধি,
খুলনার পৃথক তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ছয় জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চার জন ও খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ১৩০ শয্যার বিপরীতে ২১৩ জন রোগী ভর্তি ছিলেন। রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৬০ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের ১২০ শয্যার করোনা ইউনিটে ১২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে নয় জন ও এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন এবং ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১২ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।
খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। আজ বিকেল থেকে আবারও করোনা পরীক্ষা চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খুলনা/এমএম/এমকেএ