খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মুনজুরুল মুরশিদ বলেন, সারা বিশ্বে ও দেশে করোনার সংক্রমণ বাড়ছে। ওমিক্রনে সংক্রমণের হারও বেশি, দ্রুত ছড়ায়। খুলনায়ও সংক্রমণ কিছুটা বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করতে।
করোনা পরিস্থিতি নিয়ে বিভাগের ১০ জেলার সিভিল সার্জনকে নিয়ে আজ অনলাইনে জরুরি সভা করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক। সভার বিষয়ে বিভাগীয় পরিচালক মো. মুনজুরুল মুরশিদ বলেন, বিভাগের হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার প্রস্তুতি কেমন আছে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর ব্যবস্থাসহ সব ঠিকঠাক রাখার বিষয়ে কথা হয়েছে। স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। করোনা পরীক্ষা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে খুলনা নগরে মঙ্গলবার রাত ৮টার পর সব বিপণিবিতান ও দোকান বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার আগেই আমাদের প্রস্তুতি নিয়ে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর নগরের মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য নয়।’
বিএসডি/ এলএল