আন্তর্জাতিক ডেস্ক
গরুকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণার সুপারিশ করেছে এলাহাবাদ হাইকোর্ট। এছাড়া এই প্রাণিটির সুরক্ষা হিন্দু সম্প্রদায়ের মৌলিক অধিকারের অন্তর্ভূক্ত করা উচিত বলে মত প্রকাশ করেছে আদালত। বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের একক বেঞ্চ এই মত প্রকাশ করেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
বুধবার বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে জাভেদ নামে এক ব্যক্তির জামিনের আবেদনের শুনানি চলছিল। গরু জবাই করায় উত্তরপ্রদেশের গরু নিধন প্রতিরোধ আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
আবেদনকারীর জামিন প্রত্যাখ্যান করে বিচারপতি শেখর যাদব বলেন, ‘বেদ ও মহাভারতের মতো ভারতীয় প্রাচীন গ্রন্থগুলোতে গরুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে। এটি ভারতীয় সংস্কৃতিকে সুনির্দিষ্ট করেছে, এর জন্যই ভারত পরিচিত।’
তিনি বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনায় গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত এবং গরুর সুরক্ষা ভারতের হিন্দু সম্প্রদায়ের মৌলিক অধিকারের অংশ হওয়া উচিত। কারণ আমরা জানি, যখন কোনো দেশের সংস্কৃতি ও বিশ্বাসকে আঘাত করা হয়, তখন দেশ দুর্বল হয়ে যায়।’
বিএসডি/এমএম