জেলা প্রতিনিধি :
চলমান বৈরী আবহাওয়ার অতিবৃষ্টির কারনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিন পানপট্টি বিটুমিনাস কার্পেটিং পাকা সড়কের হিন্দু পাড়া সংলগ্ন এলাকার ব্রিজটির এপ্রোচ সড়ক ভেঙে যাচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাটি ধসে এপ্রোচের ইট খালে পড়ে যাচ্ছে। অতিদ্রুত কোন ব্যবস্থা নেয়া না হলে এ ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
স্থানীয় জনসাধারণ জানান, এপ্রোচ সড়কে ব্লক বা গাইড ওয়াল না করায় বৃষ্টিতে মাটি ধসে গেছে। এর ফলে এপ্রোচ সড়কের ইট গর্তে গিয়ে পড়ছে। জরুরীভাবে গাইডওয়াল বা ব্লক স্থাপন করা হলে এপ্রোচ সড়কের ধসে পড়া রোধ করা সম্ভব। বর্তমান পরিস্থিতি অবস্থায় ব্যবস্থা না নিলে, পানপট্টি ইউনিয়ন সহ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলা থেকে জনসাধারণের যোগাযোগের হয়রানির শিকারের পরিনত হয়ে পরবে। যা পরবর্তীতে হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে বলে বিভিন্ন মহলের মতামত।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী (এল,জি,ই,ডি) মো. জাহাঙ্গীর আলম বলেন, সরেজমিনে বিভিন্ন ইউনিয়নের নব- নির্মিত ব্রীজ গুলোর অবস্থা খোজঁখবর নিচ্ছি। এছাড়া বর্তমানে ধারাবাহিক বৈরী আবহাওয়ার অতিবৃষ্টি হওয়ার ফলে সড়কের দুই পাশের এপ্রোচ এর মাঠির স্তর সরে যাচ্ছে। এ বিষয়ে টেকসই সমাধানের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিএসডি/জুয়েল/আইপি