ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থী পরিবহনের কাজে নিয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি দ্বিতল বাস শিক্ষার্থী বোঝাই সহ দূর্ঘটনায় শিকার হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা।
আজ (২৬ শে) বাসটি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিকাল ৫:১৫ ঘটিকায় নগরীর নথুল্লাবাদ রুটে শিক্ষার্থীদের বিভিন্ন পয়েন্টে নামিয়ে দেয়ার উদ্যেশে ছেড়ে আসে। বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা দূরে কাঠাতলা নামক স্থানে সড়কের পাশের একটি রেইনট্রি গাছের ডালের সাথে ধাক্কা লাগে। বাসটির গতিবেগ কম থাকায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বাসটির সামনের অংশ ভেঙে গিয়েছে।
এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম আরিফ বলেন, কাঠালতলা স্টপেজে বাসটি থামিয়ে শিক্ষার্থীদের নামানোর পর ফের চলতে থাকে। জমজম ইনস্টিটিউটের সামনে গেলে বাসটি দ্বিতল হওয়ায় হঠাৎ গাছের ডালের সাথে ধাক্কা লাগে। উপরে থাকা শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে ড্রাইভার বাস থামায় এবং এর আগেই বাসটির সামনের কিছু অংশ বাঁকা হয়ে যায়। গতি কিছুটা কম থাকায় সমস্যা হয়নি। গতি বেশি থাকলে ২য় তলা হয়তো খুলে পড়ে যেতো।
এ বিষয়ে বাস চালক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এসএ