যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্কে অবস্থান করছেন। গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো তুরস্কে গেলেন তিনি।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইসরায়েল-গাজা যুদ্ধ যেন আরও অঞ্চলে ছড়িয়ে না পড়ে তার জন্য কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেসে ব্লিঙ্কেন ইসরায়েল, জর্ডান এরপর তুরস্কে গেলেন।
যুদ্ধ শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাধিবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন।
তুরস্কের নাগরিকরাও ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে আসছে।
বিএসডি/ এফ এ