ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুকে গাজায় তিনদিন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (৬ নভেম্বর) ফোনালাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। ফোনালাপে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, ‘যুদ্ধ বিরতি স হামাবিদ্রোহীদের হাতে ইসরায়েলি জিম্মিদের মুনিশ্চিক্তি ত করবে।’ খবর রয়টার্সের।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটিরসং বাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতারের মধ্যে হামাসের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবে হামাস বলেছে ১৫ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত ও বাকি জিম্মিদের নাম-পরিচয়ের তালিকা তৈরি করার জন্য তাদের খানিকটা সময় প্রময়োজন ও এর জন্য ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।
এদিকে বাইডেনের এই অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেন, ‘হামাসকে বিশ্বাস করি না। সেই সঙ্গে তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দীদের নিয়ে সমঝোতা করতে চায়।’
তবে বাইডেনের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু এ মন্তব্য করেছেন কিনা- সেটি জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস এখনও কিছু জানায়নি।
বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর চলতি বছরই প্রথম মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে।
হামাসের হামলার প্রতিশোধস্বরূপ গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর গত ২২ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে শুরু হয় স্থলাভিযান। এভাবে গত এক মাস ধরে গাজায় কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ও হচ্ছে, তা পুরো বিশ্বই দেখছে। এরই মধ্যে ১০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ হাজার।
বিএসডি/ এফ এ