আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও গাজার সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে তিন দিনের লড়াই শেষ হওয়ার আশা জেগেছে। লড়াইয়ে ইতোমধ্যে ফিলিস্তিনের ৪৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন শিশু। খবর আলজাজিরার।
শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলের বিমান হামলা ও ইসলামিক জিহাদের রকেট ছোড়া সত্ত্বেও স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হয়।
উভয়পক্ষ লড়াই থামাতে রাজি হলেও একে অপরকে সতর্ক করে দিয়ে বলেছে, যে কোনো সহিংসতার কড়া জবাব দেওয়া হবে।
এ যুদ্ধবিরতি কার্যকর হয় মিসরের মধ্যস্থতাকরীর মাধ্যমে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২১ সালের মে মাসে ইসরায়েল ও গাজায় মধ্যে হওয়া ভয়াবহ সংঘাতের পর এটিই গুরুতর লড়াই।
বিএসডি/ফয়সাল