নিজস্ব প্রতিবেদক,
বৃহস্পতিবার বেলা ১১ টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
গাজীপুর ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি বেলা ১১.১২ মিনিটে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে আসে। পথে ধীরাশ্রম স্টেশনের ১নং ক্রসঅভার পাস হয়ে একতা এক্সপেসে সাথে ক্রসিং করার সময় ধীরাশ্রমের ১নং লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিনের দুপাশের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
এতে উভয় পাশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন দুপুর ১টার সময় এসে পৌঁছে। এর পর থেকে উদ্ধার কাজ চলছে।
বর্তমানে এ স্টেশনে চাপাই, অগ্নিবীনা এবং একতা ট্রেন যাত্রী নিয়ে আটকা পড়ে আছে।
বিএসডি/আইপি