গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। হতাহত দুজনই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী। বুধবার বিকেলে মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি কলের বাজার এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে (নাওজোর-ভুলতা) এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৫) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের ছেলে এবং আহত মিজানুর রহমান (৫৫) একই থানার মেঘডুবি পশ্চিমপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জিএমপির পূবাইল থানার এসআই জাহাঙ্গীর আলম ও হতাহতদের স্বজনরা জানান, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্সিং হিসেবে চাকুরি করেন রাশেদুল ও মিজান। ডিউটি শেষে বুধবার আড়াইটার দিকে একই মোটরসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন তারা। পথে কলের বাজার হতে মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে ওঠার সময় মীরের বাজার হতে ভোগড়াগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন আরোহী রাশেদুল ও মিজান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে রাশেদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিএসডি/ এলএল