নিজস্ব প্রতিবেদক
দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল করে সবাইকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে হাইকোর্ট, দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা ভর্তি পরীক্ষায় বসার মাধ্যমে নিজেদের যোগ্যতার যাচাই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। ভর্তি পরীক্ষায় না বসে পড়াশোনা থেকে ছিটকে ফেলানো হয় তাহলে সেটি আমাদের প্রতি অন্যায় হবে। গুচ্ছ পদ্ধতি নাকি শিক্ষার্থীদের হয়রানি দূর করতে করা হয়েছে। অথচ পুরো প্রক্রিয়ায় আমাদের হয়রানি করা হচ্ছে। ভর্তি পরীক্ষায় বসার জন্য আমাদের আজ বিষের বোতল নিতে হচ্ছে। আমাদের পড়ার টেবিল বসার পরিবেশ তৈরি করে দিন। সিলেকশন পদ্ধতি বাতিল করে দিন।
তারা আরও বলেন, বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। আমাদের দাবি সকলকেই যাতে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। কর্তৃপক্ষ চাইলেই আমাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে পারে। কিন্তু আমাদের কিছু শিক্ষার্থীদের পরীক্ষায় বসার আগেই বাদ দিয়ে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আমরা প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় বসতে চাই।
সমাবেশ শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ফল প্রকাশ করা হয় গুচ্ছ ভর্তি পরীক্ষার। এতে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি এ ২০ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছেন মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী। মানবিক ও বাণিজ্য বিভাগের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছেন, সবাই চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন আবেদন করলেও ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী। প্রাথমিক সিলেকশনে বিজ্ঞান বিভাগের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছে।
বিএসডি/এমএম