নিজস্ব প্রতিবেদক:
পাওয়ার-প্লেতে সফলতা আদায় যেন চলতি বিশ্বকাপে যে কোনো দলের জন্য সাফল্যের পূর্বশর্ত। উইন্ডিজের বিপক্ষে আজ অন্তত সে শর্ত পূরণ করেছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে তুলে নিয়েছে দুই উইকেট। সাজঘরে ফেরা এক ব্যাটার আবার ক্রিস গেইল! ছয় ওভার শেষে তাই উইন্ডিজকে চেপেই ধরেছে বাংলাদেশ।
উইকেটে দুই বাঁহাতি এভিন লুইস আর ক্রিস গেইল। অধিনায়ক মাহমুদউল্লাহ তাই ম্যাচ আপে শুরুর ওভারেই আক্রমণে নিয়ে এলেন অফস্পিনার শেখ মেহেদী হাসানকে। ক্রমাগত ডট দিয়ে শুরু থেকেই চাপটা সৃষ্টি করেছিলেন ডানহাতি এই অফস্পিনার।
দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদও ধরে রাখলেন সে চাপটা। যার ফলটা পান মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে তাকে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়েই স্কয়ার লেগে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লুইস।
গেইল শুরু থেকেই ছিলেন রক্ষণাত্মক। ওপেনিং সঙ্গীকে হারানোর পর যেন আরও বেশি খোলসে ঢুকে পড়েন তিনি। সেই থেকেই চাপটাও চড়ে বসলো তার ওপর।
সেটা ঝেটিয়ে বিদায় করতেই কিনা, পঞ্চম ওভারে মেহেদীকে উড়িয়ে মারতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি, বলের লাইন মিস করে বসেন তিনি। বল গিয়ে সোজা আঘাত হানে স্টাম্পে। এর ফলে পাওয়ারপ্লেতে দুই আক্রমণাত্মক ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় উইন্ডিজ।
বিএসডি /আইপি