সারাদেশে কঠোর লকডাউনের অংশ হিসেবে টাঙ্গাইলে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রাখার জন্য তৎপর রয়েছে প্রশাসন। বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন বাস্তবায়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে ভূঞাপুর, গোপালপুর ও মধুপুর উপজেলায় অভিযান পরিচালনা হয়। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ২২ জনকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনসহ পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।
সাজ্জাদ/মুছা