নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘাটাইল-সাগরদিঘি আঞ্চলিক মহাসড়কের শহরগোপীনপুর চেচুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
নিহতরা হলেন, উপজেলার মোটরসাইকেল চালক শোলাকুড়া সাগরদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২২) ও শহরগোপীনপুর গ্রামের হারুন মুন্সির ছেলে ফরিদ উদ্দিন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় মাস আগে আসাদুলের বাবা তাকে নতুন মোটরসাইকেল কিনে দেন। আসাদুল আসাদুল সেই মোটরসাইকেল যোগে স্থানীয় মসজিদের ইমাম ফরিদ উদ্দিনকে সঙ্গে নিয়ে প্রতিবেশী আপন নামের এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে যান দুপুরে। ফেরার পথে ঘাটাইল উপজেলার চেচুয়া নামক স্থানে সন্ধ্যায় মোটরসাইকেল ও মুড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিএসডি/ এলএল