নিজস্ব প্রতিবেদক:
খুলনায় ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার হওয়া ডুমুরিয়া উপজেলা খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) জেলা বিশেষ জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর জন্য মামলাটি পৃথক আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২০ সালের ৯ জানুয়ারি দুপুরে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘুষ হিসেবে নেওয়া নগদ এক লাখ টাকা জব্দ করেন দুদকের কর্মকর্তারা। ডুমুরিয়া আঠারোমাইল এলাকার জামান অটো রাইস মিলের মালিক মো. কামরুজ্জামানের কাছে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। বিষয়টি কামরুজ্জামান দুদকে অবহিত করলে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ওই খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
বিএসডি/আইপি