নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে ৪৫ বছর বয়সী আরও এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তিনি এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে এসব তথ্য জানান চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল। তিনি বলেন, গত ৫ আগস্ট হাসপাতালে ৪৫ বছর বয়সী এক পুরুষ ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত। এটি এক ধরনের ছত্রাকের সংক্রমণ, যা কালোছত্রাক নামে পরিচিত। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। বর্তমানে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত না হয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। এ ছত্রাকটি আমাদের চারপাশের প্রকৃতিতে পাওয়া যায়।
এর আগে, গত ২৮ জুলাই চট্টগ্রামে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হন। করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিগগিরই তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের স্থানটি অস্ত্রোপচার হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিএসডি/আইপি