নিজস্ব প্রতিবেদক
ভোটার হালনাগাদ করার প্রক্রিয়ায় তালিকা থেকে চট্টগ্রামের ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫টি উপজেলায় ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার বাদ পড়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকায় ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালি এলাকায় ১৯৮ জন, ডবলমুরিং এলাকায় ১৩১ জন, পাহাড়তলী এলাকায় ১০১ জন ও বন্দর এলাকায় ৪৮৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
১৫টি উপজেলার মধ্যে বোয়ালখালীতে ৮ হাজার ২২৭ জন, বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ১০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৮৫৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৬২১ জন, লোহাগাড়ায় ৩ হাজার ৫৬২ জন, মিরসরাইয়ে ৩ হাজার ৫৫৭ জন, সাতকানিয়ায় ৩ হাজার ১৭ জন, সন্দ্বীপে ২ হাজার ৯৪৯ জন, রাউজানে ২ হাজার ৪০৩ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন এবং কর্ণফুলীতে ১ হাজার ৪২২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এলাকা ভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ ভোটার নিবন্ধন করা হচ্ছে। যেসব নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের এখন ধাপে ধাপে এলাকা ভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন প্রক্রিয়ায় বায়োমেট্রিক গ্রহণ করা হচ্ছে। ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।