নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনির নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই কেন্দ্রের পরিচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় ধৃত ব্যক্তিরা সেখানে জুয়ার আসর বসিয়েছিলেন বলে পুলিশ নিশ্চিত করে। অভিযানের সময় জুয়ার বোর্ড ও জুয়ার সাড়ে ৯ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন নিরাময় কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন (৩৭), লুৎফর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মোবারক হোসেন (৩৮)।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার বোর্ড ও সাড়ে ৯ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নিরাময় কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন জানিয়েছেন, তিনি ধারণা করেছিলেন মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর বসানো হলে পুলিশ সন্দেহ করবে না। এ কারণে সেখানে তারা নিয়মিত জুয়া খেলতেন। ওই কেন্দ্রে অসামাজিক কার্যকলাপ চলে―এমন অভিযোগ পায় পুলিশ। ধৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএসডি/ এলএল