চট্রগ্রাম প্রতিনিধি :
বন্দরনগরীর টাইগারপাস এলাকা থেকে শিশু অপহরণকারী চক্রের মূল হোতা মো. জিয়া উদ্দিন প্রকাশ পিয়ারুকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আটক করা হয়। চট্টগ্রামে শিশু অপহরণ—২০ হাজার টাকায় বেচা, পুলিশ উদ্ধার করল চাঁদপুর থেক আটক মো. জিয়া উদ্দিন প্রকাশ পিয়ারু কক্সবাজার জেলার চকরিয়া থানার শান্তিনগর এলাকার মো. জহির উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গত ৯ আগস্ট বন্দর থানা এলাকা থেকে ১ বছর ৭ মাসের এক শিশুকে অপহরণ করে টাকা দাবি করেন অপহরণকারীরা। এ ঘটনায় গত ১১ আগস্ট শিশুর বাবা মো. জাকির হোসেন বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নম্বর-১১) করেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, অপহরণকারী চক্রের মূল হোতা মো. জিয়া উদ্দিন প্রকাশ পিয়ারু টাইগারপাস এলাকায় অবস্থান করছেন এমন সংবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের সত্যতা স্বীকার করেন। বন্দর থানার শিশু অপহরণ মামলার এক নম্বর আসামি তিনি। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট র্যাব-৭ অভিযান চালিয়ে পেকুয়ার চৌমুহনী এলাকা থেকে ওই মামলার এজাহারভুক্ত ২ এবং ৩ নম্বর আসামিকে আটক করে এবং অপহৃত শিশুকে উদ্ধার করে।
বিএসডি/জীবন কৃষ্ণ দেবনাথ/আইপি