নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২০৯ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। মৃতরা হলেন- চাঁদপুর সদরের বাগাদীর হোসেন খান (১৩) ও বালিয়ার রুহুল আমিন (৮৬)।
সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার একজন, ফরিদগঞ্জের একজন, কচুয়ার তিনজন, মতলব উত্তরের একজন ও হাজীগঞ্জের একজন রয়েছেন। তবে এ দিন নতুন করে কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৯০৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৭ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৬৩৬ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন একজন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
বিএসডি/আইপি