নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
এ ছাড়া আদালত দুজনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সহাড়াগাছি-মাটিকাটা গ্রামের আলতাব হোসেনের ছেলে মোসলেহুদ্দীন (৪৫) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৫)।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম দ্য ডেইলি স্টারকে জানান, ২০১৬ সালের ২৬ মার্চ ডিবি পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার টংপাড়া এলাকায় ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে। ওই দিনই জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাইদুর রহমান বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
একই বছর ৩০ এপ্রিল গোয়েন্দা পুলিশের এসআই মোসলেহুদ্দীন ও আব্দুস সামাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বিএসডি/ এলএল