আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার পরাশক্তি চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে বেইজিংয়ের একটি আদালত। যদিও এর পরপরই ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেছেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অন্যায়। বুধবার (১১ আগস্ট) দেশটির ডানডং শহরের আদালতে রায়টি ঘোষণার পরপরই বিবৃতির মাধ্যমে মন্তব্যটি করলেন ট্রুডো।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, ২০১৮ সালে মাইকেল স্পাভোর, সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন।
এদিন চীনের ডানডং আদালতের প্রকাশিত বিবৃতি থেকে জানা যায়, গুপ্তচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘনের দায়ে মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেওয়া হয়। একই সঙ্গে ৫০ হাজার ইয়েন মূল্যমানের সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় কানাডার এই দুই নাগরিক চীনে আটক হন। এরপর কানাডার সরকার ঘটনাটিকে বিচার বহির্ভূত বলেও আখ্যা দেয়। যদিও হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই ব্যক্তিদের আটকের কথা অস্বীকার করে বেইজিং।
এ দিকে মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে চীনের অপর একটি আদালত।
সূত্র : এনডিটিভি, এএফপি
বিএসডি/এমএম