আন্তর্জাতিক ডেস্ক:
চীনে ১০৭ কোটির বেশি মানুষকে করোনার টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির ৭৫ দশমিক ৮ শতাংশ জনগণ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৩০ অক্টোবর) চীনের স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এতথ্য জানান।
চীনের সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৪১ কোটি মানুষের মধ্যে শুক্রবার (২৯ অক্টোবর) পর্যন্ত ১০৭ কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তারা আরো জানানা, এখন পর্যন্ত দেশটিতে ২২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স
বিএসডি/এসএসএ