নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্টে শি জিন পিং-এর কাছে বাংলাদেশে করোনা টিকা উৎপাদন করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজ সিপিসি এবং বিশ্ব রাজনৈতিক দলগুলোর সম্মেলনে ভিডিও করফারেন্সে এই আহবান জানান তিনি। অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধনী বক্তব্য রাখেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে আন্তর্জাতিক এ সম্মেলনে আরো যোগদান করেন প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। জিয়াউদ্দিন বাবলু আরো বলেন, বর্তমানে বৈষ্মিক যে করোনা মহামারী মোকাবেলায় জাতীয় পার্টি আশা করে চীন বাংলাদেশে ভ্যাকসিন তৈরী করবে। যাতে করে বাংলাদেশের ৮০ ভাগ মানুষকে অনতিবিলম্বে টিকার আওতায় আনা যায়। তিনি অক্সিজেন তৈরির ব্যাপারে বাংলাদেশকে সাহায্য করার জন্য আন্তরিক আহ্বান জানান। যাতে করে অক্সিজেনের অভাবে আর কোনো করোনা রুগীর মৃত্যুবরণ করতে না হয়। একই সাথে জাতীয় পার্টি ভেন্টিলেটর সহ স্বাস্থ্য সামগ্রী উৎপাদনে চীনা সহায়তার আহ্বান জানান। জাতীয় পার্টি বিশ্বাস করে চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বে দুই দেশের, জাতীয় পাটি ও চীনা কমিউনিস্ট পার্টি এবং দুই দেশের জনগণের বন্ধুত্ব আরো গভীর হবে। চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষ্যে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট শি জিনপিং, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ও চীনা জনগণকে তিনি উষ্ণ অভিনন্দন জানান। জাতীয় পার্টি বিশ্বাস করে কারো প্রতি শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্বের নীতির মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক প্রতিনিয়ত দৃঢ় থেকে দৃঢ়তর হবে।
বিএসডি মুছা/কাইয়ুম