সিনিয়র করেসপনডেন্ট:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ডিজিটাল বাংলাদেশ ২০২১দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দিবস উৎযাপন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ভিবিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের রচনা ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে বক্তব্য প্রতিযোগতা শেষে আজ ১২ ডিসেম্বর এক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া (হাসান) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ দাস গুপ্ত, চৌদ্দগ্রাম পৌরভার মেয়র জি.এম. মীর হোসেন মীরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল মো. জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম.এ. বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম, মনজুরুল হক। উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্যাহ, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপকি রহিমা আক্তার শিল্পী এবং চৌদ্দগ্রাম উপজেলার ভিবিন্ন এলাকা থেকে আগত স্কুলের শিক্ষক শিক্ষস্থীবৃন্দ।
এসময় শিক্ষাথীরা ডিজিটাল বাংলাদেশে সুযোগ সুবিধাদা নিয়ে ভিবিন্ন বক্তব্য তুলে ধরেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন চৌদ্দগ্রাম এইচ.জে. সরকারী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা তথ্য ও যোগাযোগ কার্যালয়।
বিএসডি / কে.এম. আহসান উল্ল্যা/আইপি