নিজস্ব প্রতিবেদক,
নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন মার্কেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। রোববার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ করে স্টেশন মার্কেটের রতন সাহার তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের আশা হোমিও হল এবং কামরুজ্জামান রিয়াজের রড-সিমেন্টের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে গোডাউনের প্রায় সব তুলা আগুনে পুড়ে যায়। অপর দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চৌমুহনী বাজারের ব্যবসায়ী শাহ মুনায়েম ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, আগুনে অন্তত তিনটি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিএসডি/আইপি