জয় দিয়ে বিশকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় হারে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নতুন করে শঙ্কা জেগেছে ২০২৫ সালে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও। আর তাইতো পাকিস্তান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রসঙ্গে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি যদি না খেলতে পারি তাহলে আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আমাদের বলেন বা আপনাদের (সাংবাদিকদের)! কারণ আপনারাও তো আমাদের মত কভার করতে পারবেন না।
এমন পারফরম্যান্সের জন্য ভাগ্যকেও দুষছেন মিরাজ। তিনি বলেন, ‘দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না.. আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনওই হয়নি। শেষ ৩ বছরে ওয়ানডে আমরা খেলেছি, আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব। এরকম কখনই হয়নি, আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহ’র রহমত থাকা লাগবে। এমন বেশি দিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।’
বিএসডি/ এফ এ