ক্রীড়া ডেস্ক,
লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা যেনো উড়ছে। স্কালোনি দায়িত্ব নেয়ার পর মাঠের ফুটবলে সাফল্যের পথে ছুটে চলা অব্যাহত। সেই পথ ধরে গত জুলাইয়ে জিতেছে কোপা আমেরিকার শিরোপা। ২৮ বছরের ট্রফি খরা কাটানোর পর গত শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে তাদের মাঠে হারিয়েছে ৩-১ গোলে। ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের লড়াইয়ে এখনো পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবিসেলেস্তেরা। মাঠের ফুটবলে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। হারেনি টানা ২১ ম্যাচ।
দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে মেসিরা খেলতে নামবেন বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫:৩০ মিনিটে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবার নীচে বলিভিয়া। র্যাঙ্কিংয়ের মতো মাঠের পারফমেন্সেও বিবর্ণ দলটি। শেষ দশ ম্যাচে জয় মাত্র একটি। ড্র দুই ম্যাচে। হার সাতটি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে বলিভিয়া। তাদের নীচে কেবল ভেনেজুয়েলা। চলমান এই বাছাইয়ে গত দুই ম্যাচে এক হার ও এক ড্র। ঘরের মাঠে কলম্বিয়ার সঙ্গে ড্র এবং উরুগুয়ের মাঠে হেরেছে ৪-২ গোলে।
আর্জেন্টিনা এই ম্যাচে পাবে না অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়াকে। ইংলিশ প্রিমিয়ার লীগের আরেক ক্লাব টটেনহ্যামে ফিরে গেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। গোলপোস্টের নীচে দেখা যাবে ইতালিয়ান ক্লাব আতালান্তার গোলরক্ষক হুয়ান মুসোকে। সেন্টারব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরোর স্থলাভিষিক্ত হবেন রিয়াল বেতিসের অভিজ্ঞ ডিফেন্ডার হার্মান পেজ্জেল্লা। সেলসোর জায়গায় খেলবেন পিএসজি তারকা লেয়ান্দ্রো পারেদেস। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন কোপা জয়ের নায়ক আনহেল ডি মারিয়া ও লাওতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামবেন ভেনেজুয়েলার বিপক্ষে একটি করে গোল করা জোয়াকিন কোরেয়া ও আনহেল কোরেয়া। শুরুর একাদশে থাকার সম্ভাবনা না থাকলেও বিরতির পর মাঠের নামার সুযোগ পাবেন পাওলো দিবালা। জুভেন্টাস ফরোয়ার্ড লম্বা ইনজুরি কাটিয়ে ফেরার পর ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছেন শেষ ১০ মিনিট। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলতে বলিভিয়ার মাঠে যায় আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত লা পাজে আগের ১৫ বছর জিতেছিল না আলবিসেলেস্তেরা। প্রতিকূল কন্ডিশনে আর্জেন্টিনা জিতে ফেরে ২-১ গোলে। লাওতারো মার্টিনেজ ও জোয়াকিন কোরেয়ার গোলে লা পাজের উচ্চতা জয় করে আর্জেন্টিনা। এবার বলিভিয়া খেলবে আর্জেন্টিনার মাঠে। শেষবার বলিভিয়ার সঙ্গে আর্জেন্টিনা খেলেছে গত জুলাইয়ে। কোপা আমেরিকার গ্রুপ পর্বে ৪-১ গোলে বলিভিয়াকে উড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড দুর্দান্ত। মুখোমুখি ৪১ লড়াইয়ে আর্জেন্টিনার জয় ২৯ ম্যাচে। বলিভিয়ার জয় ৭টি।
বিএসডি/এএ