ঢাকা কলেজ প্রতিনিধি:
ঢাকা কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ এবং চিকিৎসা কেন্দ্র বন্ধ থাকলেও নিয়মিত ফি আদায় করা হচ্ছে ৷ করোনার কারনে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ৷ এমন পরিস্থিতিতে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফি মওকুফ করলেও নিয়মিত ফি আদায় করছে ঢাকা কলেজ প্রশাসন৷ এছাড়া করোনার মধ্যেই বাড়ানো হয়েছে পরিবহন ফি ৷ এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারন শিক্ষার্থীরা৷
শিক্ষার্থীরা বলছে এমনিতেই করোনার কারনে অনেকের পরিবারে আর্থিক অস্বচ্ছলতা এসেছে ৷ তাহাড়া ছাত্র সংসদ বন্ধ এবং চিকিৎসা সেবা না দিয়েই এভাবে ফি আদায় সম্পূর্ন অযৌক্তিক ৷ বর্ধিত এসব ফি মওকুফের আহবান জানিয়েছে শিক্ষার্থীরা৷
জানা যায় প্রায় পাঁচ বছর ধরে ঢাকা কলেজের চিকিৎসা কেন্দ্রটি বন্ধ রয়েছে ৷ সরেজমিনে দেখা যায় চিকিৎসা কেন্দ্রটি তালা বদ্ধ অবস্থায় রয়েছে এছাড়া কেন্দ্রের সামনের বারান্দায় টেবিল, বেঞ্চ স্তুপ আকারে রাখা হয়েছে ৷
এছাড়াও ঢাকা কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৯৩-৯৪ সালে ৷ এরপর দীর্ঘ ২৭ বছরের বেশি সময় ছাত্র সংসদ না থাকলেও প্রতি শিক্ষার্থী থেকে বছরে ২৫ টাকা হারে ছাত্র সংসদ ফি এবং চিকিৎসা ফি বাবদ ২০ টাকা হারে আদায় করা হচ্ছে ৷ এছাড়া ক্যাম্পাসে সহিত্য ও সংস্কৃতির তেমন কর্মকান্ড দেখা না গেলেও শিক্ষার্থীদের থেকে প্রতি বছরে ৫০ টাকা হারে সাহিত্য ও সংস্কৃতি ফি আদায় করা হচ্ছে৷
ঢাকা কলেজ শিক্ষার্থী মারুফ হাসান বলেন, করোনার কারনে এমনিতে আমাদের আর্থিক অবস্থা খারাপ ৷ এরপর এসব অতিরিক্ত ফি আদায় অযৌক্তিক ৷ এসব ফি পরিহারের আহবান জানাচ্ছি ৷
ঢাকা কলেজের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু নোমান বলেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নেই আবার চিকিৎসা কেন্দ্রও বন্ধ ৷ তাহলে শিক্ষার্থীদের থেকে এসব ফি কেন নেয়া হচ্ছে ? এসব ফি আদায় অযৌক্তিক ৷ দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মত আমােদরও এসব ফি মওকুফ করার দাবি জানাই৷
ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জাগো নিউজকে বলেন, ছাত্র সংসদের ফি ওটার তহবিলেই জমা আছে ৷ ওখান থেকে এক টাকাও খরচ হয়নি ৷ আর সরকার তো ফি আদায় করতে নিষেধ করে নাই ৷
চিকিৎসা কেন্দ্র বন্ধ থাকার বিষয়ে অধ্যক্ষ বলেন, কতিদন ধরে বন্ধ বিষয়টি আমার জানা নাই৷ আমরা এটা চালুর উদ্যোগ নিয়েছি ৷ সরকারি ভাবে ডাক্তার নিয়োগের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি ৷ আমরাও চেষ্টা করছি দ্রুত একজন ডাক্তার নিয়োগ দেয়ার জন্য৷
বিএসডি/আইপি