আন্তর্জাতিক ডেস্ক:
কিন্তু এতেও কোনো কাজ হয়নি। বানরগুলো নির্দেশ উপাধ্যায়কে ঘিরে ধরে। শিশু কোলে সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি তাঁর হাত থেকে নিচে পড়ে যায়। নির্দেশ তোলার চেষ্টা করলেও তৎক্ষণাৎ শিশুটিকে নিয়ে যায় একটি বানর। এরপর ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে।
বেরেলির প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা ললিত ভার্মা গতকাল রোববার এসব কথা জানান। তিনি বলেন, বানরের হাতে শিশুটির মৃত্যুর ঘটনার একটি অভিযোগ পেয়েছে তাঁরা। অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য ঘটনাস্থলে বন সংরক্ষণ দপ্তরের কর্মীদের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।