বিনোদন ডেস্ক:
নিশাত নাওয়ার সালওয়া অভিনীত প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ কোনো আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এটি পরিচালনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।
গত মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। এ তথ্য জানিয়েছেন নির্মাতা নিজেই।
সিনেমাটিতেও আরও রয়েছেন ঢালিউডে নতুন মুখ আদর আজাদ চৌধুরী, মৌসুমী মিথিলা, আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলী প্রমুখ।
নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সিনেমাটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। তবে করোনা পরিস্থিতির কারণে এখনই সিনেমাটি মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া এই সিনেমার মাধ্যমেই প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান। অন্যদিকে ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদ চৌধুরীরও এটি প্রথম সিনেমা।
২০১৯ সালের ১২ জুলাই থেকে রাজধানীর উত্তরায় মহরত হয় ছবিটির। ২০২০ সালের মাঝামাঝি এসে শেষ হয় কাজ। সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। নির্মিত হয়েছে এম এস মুভিজের ব্যানারে।