লাইফস্টাইল ডেস্ক:
কোনো ছেলের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে আপনি নিশ্চয়ই খানিকটা ভয় পান, মনে মনে ভাবতে থাকেন কেমন হবে প্রথম দেখার সময়টি। যেন পেটের ভেতর প্রজাপতি উড়তে থাকার মতো অনুভূতি। আপনি নিজের সেরা পোশাকটি পরেন, দেখতে যেন সবচেয়ে সুন্দর লাগে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু আপনি জানেন কি একজন পুরুষ প্রথম দেখায় নারীর কোন বিষয়গুলো খেয়াল করেন? শুধুই কি সাজ-পোশাক? চলুন জেনে নেওয়া যাক-
দাঁত
তোমার হাসিটা সুন্দর- অনেক সিনেমায় প্রথম দেখায় নায়িকাকে উদ্দেশ্য করে নায়ককে এ কথা বলতে দেখবেন। এর কারণ পুরুষরা প্রথমে নারীর দাঁত এবং মুখের দুর্গন্ধ লক্ষ্য করে। তাই নিজেকে স্মার্ট ও বুদ্ধিমতি হিসেবে উপস্থাপন করতে চাইলে দাঁতের যত্ন নিন। মুখের দুর্গন্ধ আপনার রুচিহীনতার পরিচয় হতে পারে। আপনি কথা বলার সময় সামনের মানুষেরা গন্ধের কারণে বিরক্ত হতে পারে। তাই মুখ দুর্গন্ধমুক্ত রাখুন।
বাহ্যিক রূপ
আপনি নিশ্চয়ই বলবেন মানুষের বাহ্যিক রূপ কোনো বিষয় নয়। কিন্তু প্রথম দেখায় মানুষের বাহ্যিক রূপটাই সবার আগে দেখার অভ্যাস প্রায় সবার। পুরুষেরা খেয়াল করেন যে আপনি তার সঙ্গে প্রথবার দেখা করার জন্য কতটা প্রস্তুত হয়ে এসেছেন। আপনি মেকআপ করেছেন কি না, আপনার চুল বাঁধার ধরন, আপনি কী পরেছেন, আপনি তাকে মুগ্ধ করার চেষ্টা করছেন কি না এসব তারা লক্ষ্য করেন।
আত্মবিশ্বাস
আপনি কিভাবে কথা বলছেন, আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন কি না, আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন এসবই পুরুষেরা খেয়াল করেন। আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন কি না, এমনকী আপনার তাকানোর ভঙ্গিও তারা খেয়াল করে থাকেন।
তার প্রতি আপনার আগ্রহ
আপনি তাকে যা জিজ্ঞাসা করেন তা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী প্রশ্ন এবং কথোপকথন চালিয়ে যেতে পারেন। আপনি যা জিজ্ঞাসা করছেন তা আপনার প্রতিফলন। আপনি যদি তার পছন্দ-অপছন্দ, বই পড়েন কি না, বেড়াতে ভালোবাসেন কি না এসব জিজ্ঞাসা না করে তার বেতন কত, গাড়ি আছে কি না এসব জিজ্ঞাসা করেন তবে তিনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে সহজেই ধারণা পাবেন।
আপনি কতটা বুদ্ধিমতি
অনেক নারীর একটি ভ্রান্ত ধারণা আছে যে পুরুষেরা শুধু রূপ দেখেই নারীকে পছন্দ করেন। আসলে পুরুষেরা নারীর বুদ্ধিমত্তার দিকেও খেয়াল করেন। আপনার সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার দিকটাও তারা বিবেচনা করেন। আপনি কতটা প্রত্যুতপন্নমতি সেদিকেও তাদের নজর থাকে। তাই প্রিয় পুরুষের কাছে পছন্দের একজন হয়ে ওঠার জন্য নিজেকে বুদ্ধিমতি প্রমাণ করুন।