বর্তমান সময় ডেস্ক:
আলেকজান্ডার গ্রাহাম বেল (৩ মার্চ ১৮৪৭ – ২ আগস্ট ১৯২২) বিজ্ঞানী ও টেলিফোনের আবিষ্কারক বা উদ্ভাবক হিসেবে সমধিক পরিচিত। তাঁকে বোবাদের পিতা বলা হয় (দ্য ফাদার অব দ্য ডিফ)। তাঁর মা ও স্ত্রী উভয়ে বোবা ছিলেন। এ কারণেই বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। ১৮৭৬ সালে তাঁকে টেলিফোনের প্রথম মার্কিন পেটেন্টের সম্মানে ভূষিত করা হয়। তাঁর জন্ম স্কটল্যান্ডে এবং মৃত্যু কানাডার নোভা স্কোশিয়ায়। তাঁর মৃত্যুর কারণ পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাঁর চার সন্তানের মধ্যে দুই মেয়ে, দুই ছেলে। দুই ছেলে শিশু অবস্থায় মারা যায়। তাঁর বাবা-আলেকজান্ডার মেলভিল বেল, মা এলিজা গ্রেইস সাইমব্ড বেল, স্ত্রী ম্যাবেল হুবার্ড।
আলেকজান্ডার গ্রাহাম বেলের অন্য গবেষণার মধ্যে রয়েছে উড়ো নৌকা ও বিমান চালন বিদ্যা। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন গ্রাহাম বেল। তাঁর উদ্ভাবিত টেলিফোন তিনি ঝামেলা মনে করতেন। এ জন্য তিনি তাঁর গবেষণা ও অধ্যয়ন কক্ষে কোনো টেলিফোন রাখতেন না। আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমেরিকার সব টেলিফোন এক মিনিটের জন্য অবিরাম রিং বাজানো হয়।
বিএসডি/ এফএস