বর্তমান সময় ডেস্কঃ
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির ঘনিষ্ঠ এক সহযোগী গ্রেনেড বিস্ফোরিত হয়ে প্রাণ হারিয়েছেন। এই গ্রেনেডটি তিনি অন্য এক সহকর্মীর কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিলেন। মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নিহত সেনা কর্মকর্তার নাম মেজর হেনাদি চাস্তিয়াকভ। তার বয়স ৩৯ বছর। এ ঘটনায় তার ১৩ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছে।
ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেছেন, সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে তিনি নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। এরপর সন্তানকে নিয়ে উপহারগুলো খুলে দেখার সময় গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পর তার বাসা থেকে আরও পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন ইগোর ক্লিমেনকো। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
বিএসডি/আরপি