নিজস্ব প্রতিবেদক:
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দেশ আগামীতে কূটনৈতিক, অর্থনৈতিক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনসহ যে সংকটের সম্মুখীন হতে যাচ্ছে, এই অবস্থা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে জরুরি সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন।
জাতীয় স্বার্থে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সংলাপ চেয়েছেন ভিপি নুর।
রোববার দুপুরে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া চরম অসম্মানের ও উৎকণ্ঠার।
তিনি বলেন, বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া বাংলাদেশের বর্তমান কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক সরকারের প্রতি আর্ন্তজাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে একটি বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি কর্মচারীদেরকে জনগণের পাশে থাকার এবং দল নিরপেক্ষ অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান ভিপি নুর।
বিএসডি/এসএফ