নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। তাছাড়া ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়ন কিস্তিতে দেওয়া হয়। এমনকি টেকনিক্যাল কমিটির সুপারিশের আলোকে প্রকল্প চূড়ান্ত করা হয়। জলবায়ু ঝুঁকি নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্পে দুর্নীতি হচ্ছে, এটি ঢালাওভাবে বলা যাবে না। জলবায়ু তহবিলের দুর্নীতির খবর সঠিক নয়।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জলবায়ু ঝুঁকি নিরসনে কপ-২৬ আশার আলো জাগিয়েছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বিতর্ক প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিইউপি চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহিদা রশিদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ ও সাংবাদিক জিয়াউল হক সবুজ।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রত্যাশা আর প্রাপ্তির আলোকে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এখনই ঠিক করতে হবে।
প্রধানমন্ত্রী কপ-২৬ সম্মেলনে বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান চেয়ার হিসেবে সদস্যভুক্ত ৪৮টি সর্বাপেক্ষা বিপদাপন্ন রাষ্ট্রসমূহের পক্ষে অত্যন্ত জোরালো ও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন। তিনি ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে যুগোপযোগী কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করেন। তার নেতৃত্বে বিশ্ব জলবায়ু কূটনীতিতে বর্তমানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
বিএসডি /আইপি