ক্রীড়া ডেস্ক,
সম্প্রতি শেষ হয়েছে বার্সেলোনা ও লিওনেল মেসির ২১ বছরের সম্পর্ক। মেসি-বার্সার সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নানা গুঞ্জন।
মেসির ভবিষ্যৎ গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের নাম। সন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেইমারদের এ ক্লাবেই যাচ্ছেন মেসি। এমনটাই জানিয়েছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ। এই পত্রিকা জানিয়েছে, ইতোমধ্যেই তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি করেছেন আর্জেন্টিন এ তারকা।
এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানোও। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন তিনি এমনটিও জানিয়েছেন রোমানো।
বিভিন্ন সূত্র আরও জানাচ্ছে, তিন বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।
বিএসডি/আইপি