ক্রীড়া প্রতিবেদক:
প্রথম টেস্ট অধিনায়ক সাবেক ক্রিকেটার এসবের বাইরেও নাঈমুর রহমান দুর্জয়ের এখন সবচেয়ে বড় পরিচয় তিনি সংসদ সদস্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি ) অন্যতম দাপুটে পরিচালক দুর্জয়। তবুও আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে মনের মধ্যে কিছুটা টেনশন কাজ করছে বলেই জানালেন তিনি। গতকাল (সোমবার) হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, জাতীয় নির্বাচনের চেয়েও কঠিন বিসিবির নির্বাচন।
প্রশ্ন : ভাই নির্বাচনে কি কোন টেনশন কাজ করে?
নির্বাচনের সময় তো কিছু টেনশন কাজ করেই। ইলেকশন করলে আসলে ফলাফল না আসা পর্যন্ত তো কিছুটা টেনশন কাজ করেই।
প্রশ্ন : রাজনীতির মাঠে যেহেতু আছেন, মূলধারার রাজনীতি করেন, বিসিবিতেও নির্বাচন করেছেন, নির্বাচনে দুইটা আভিজ্ঞতা আছে, আপনার কাছে কোনটা বেশি শক্ত বলে মনে হয়?
আসলে আমার কাছে যা মনে হয় যত কম ভোটের নির্বাচন তত বেশি শক্তি। কারণ আমি যেটা ফিল করি যে, আমি দুইটা ইলেকশন করি একটা প্রায় চার লাখ ভোটের, আরেকটা ১৭ ভোটের। আমার মনে হয় যে এটা একটু কঠিন। দুইটাই মানুষের প্রতিক্রিয়া বা নিজের কাজ বা কী কাজ করলাম, মানুষের জন্য কতটা করলাম, সেটার ফলাফল জানতে চাইলে আসলে নিজের মূল্যায়নের জন্যই ইলেকশন করা।
প্রশ্ন : আগে খেলেছেন, খেলার আগের দিন আর নির্বাচনের আগের দিন- কোনটাকে বেশি কঠিন বলে মনে হয়?
না উত্তেজনা তো কাজ করেই, আর ভোট আসলে এমন একটা জিনিস যে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করে, আর খেলার মাঠের ব্যাপারটা সম্পূর্ন আলাদা। সেখানে আগে থেকে প্রস্তুতির একটা ব্যাপার থাকে, পূর্ব পরিকল্পনা থাকে, খেলা নিয়ে মোটামুটি একটা ধারণা থাকে, তবে নির্বাচনে আপনার ধারণার উপর কিছু নির্ভর করে না। এটা নির্ভর করছে ভোটাররা কী ভাবছে, তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তাভাবনা করে। বুথের ভেতরে গিয়েও অনেকসময় সিদ্ধান্ত বদলায়। একটা অনিশ্চয়তার মধ্যে তো থাকতেই হয়।
প্রশ্ন : প্রতিবারই আপনাকে নির্বাচন করে আসতে হচ্ছে। অন্যরা বাইপাস হয়ে এলেও আপনাকে হাইওয়ে দিয়ে আসতে হয়…
আসলে বাইপাস আর হাইওয়ে না, অন্যান্য বিভাগে সংখ্যা কম থাকে। ভোটার ও কাউন্সিলরের সংখ্যা কম। মানে জেলা ভিত্তিক কাউন্সিলর কম থাকে। ঢাকা কিন্তু অনেক বড় বিভাগ এখানে ১৭জন কাউন্সিলর এবং একজন বিভাগের আছেন। সে কারণে আমার মনে হয় আনুপাতিক হারে পরিচালকের সংখ্যাটা কম। যে কারণে আমার মনে হয় অনেক যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। যোগ্য প্রার্থী থাকে বেশি, তারা আশাবাদী থাকে, নির্বাচনে আসে। আমি আশাবাদী আসলে, কাউন্সিলররা সবাই ইতিবাচক আছে এখনো পর্যন্ত। সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে।