আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪)। সম্প্রতি ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি, যা তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে দিয়েছে।
বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা প্রধানমন্ত্রীত্ব ও পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর পার্টির প্রধান নেতা নির্বাচনে ভোটের আয়োজন করে এলডিপি। সেই ভোটে দলের অনেকেরই পছন্দের প্রার্থী ছিলেন দেশটির বর্তমান টিকা বিষয়ক মন্ত্রী তারো কোনো।
তবে ভোটে তারো কোনো পরাজিত হয়েছেন ফুমিও কিশিদার কাছে। ভোট পরবর্তী ফলাফলে দেখা গেছে, দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট পেয়েছেন কিশিদা।
২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইয়োশিহিদা সুগা। তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।
গত প্রায় এক-দেড় মাস ধরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে; এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে।
সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জরিপে সেই ক্ষোভের আলামত দেখা গেছে। সাম্প্রতিক সেসব জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গেছে।
দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুগা। তিনি সেই সিদ্ধান্ত জানানোর পরই নতুন দলীয় প্রধান নির্ধারণে ভোট আয়োজন করে এলডিপি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এলডিপির নতুন প্রধানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- আসন্ন নির্বাচনে দলকে জয়যুক্ত করা।
তবে জাপানে এলডিপির যে জনপ্রিয়তা, তাতে তার এই চ্যালেঞ্জটি খুব কঠিন হবে বলে মনে করছে না বিবিসি।