নিজস্ব প্রতিবেদক
মানবসম্পদ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক সংস্থাগুলোর সঙ্গে একটি সেমিনারের আয়োজন করেছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) দূতাবাসের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, জেবিবিআর গত ২৯ মে বিএমইটি, এনবিসিসি এবং জেবিবিআরের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের স্বাক্ষরকারী হিসেবে এই সেমিনার আয়োজনে সহায়তা প্রদান করে। যাতে অংশগ্রহণকারী তত্ত্বাবধায়ক সংস্থাগুলোর অধিকাংশই এনবিসিসির সদস্য।
সেমিনারে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানি তত্ত্বাবধায়ক সংস্থাগুলোকে বাংলাদেশ সফর করে বিদ্যমান প্রশিক্ষণ সুবিধাগুলো স্বচক্ষে দেখার আহ্বান জানান। রাষ্ট্রদূত এনবিসিসিকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করার জন্য অনুরোধ করেন।
জাপানি শিল্পের জন্য বাংলাদেশিদের প্রস্তুত করার জন্য ওয়াটামি এজেন্ট দ্বারা পরিচালিত বাংলাদেশে টিটিসির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যদি কোনো জাপানি সংস্থা বাংলাদেশিদের নিজস্ব উপায়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারি সুবিধা (টিটিসি) ব্যবহার করতে চায়, তাহলে বাংলাদেশ সরকার তাকে স্বাগত জানাবে।
রাষ্ট্রদূত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আশা করেন যে, সেমিনারে উপস্থিত জাপানি সংস্থাগুলো শিগগিরই বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবে।