আন্তর্জাতিক ডেস্ক
মেয়ে-জামাতার বাবা ও লেবাননের ব্যবসায়ী মাসাদ বুলোসকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “মাসুদ একজন দক্ষ আলোচক এবং মধ্যপ্রাচ্যে শান্তির একজন অবিচল প্রবক্তা”। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যকে জর্জরিত করছে।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।
মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।
সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিনের রিপাবলিকান বুলোস নাইজেরিয়ায় অটোমোবাইল বিক্রি করে তার ভাগ্য তৈরি করেছেন। ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানির সাথে তার ছেলে মাইকেল বুলোসের বিয়ে তাকে নবনির্বাচিত ধনকুবেরের অভ্যন্তরীণ বৃত্তে নিয়ে যায়।
বুলোস প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের আরব সম্প্রদায়কে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি করানোর কাজ করেছেন। ট্রাম্প বলেন, “মাসাদ একজন দক্ষ আইনজীবী এবং আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী নেতা।”
ম্যারোনাইট খ্রিস্টান বুলোস লেবাননের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছিলেন, তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতের অবসান ঘটাবেন। আর গত অক্টোবরে বুলোস বলেছিলেন, তিনিও এ ব্যাপারে একই দর্শন ধারণ করেন।